শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

|| সৌহার্দ্য ও পরোপকার ||

সামাজিক জীব হিসেবে সকল মানুষের ভেতর সৌহার্দ্য ও পরোপকারের মতো সদগুণের উপস্থিতি একান্ত অপরিহার্য। অন্যথায়, সামাজিক শান্তি ও সংহতি প্রতিষ্ঠা সম্ভব নয়। কিন্তু, এই পরোপকারের গুণটি এ সমাজে যেন ক্রমশ দুর্লভ থেকে দুর্লভতর হয়ে উঠছে। স্বার্থপরতা ও স্বার্থান্ধতায় মানুষ এখন পশুকেও হার মানাচ্ছে।

ইসলাম তাই মানুষকে স্বার্থবুদ্ধি ও আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত করতে ক্ষমা এবং উদারতার শিক্ষা দিয়েছে। উৎসাহিত করেছে লেন-দেনে এবং ব্যবসা-বাণিজ্যে ক্ষমা, নম্রতা ও উদারতা দেখাতে। যে এসব গুণে উদ্ভাসিত হবে, তার জন্য পুরস্কার ঘোষণা করেছে জান্নাত- যার ব্যাপ্তি আসমান-যমীনের চেয়েও বেশি। আর তার সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা।

আল্লাহ আমাদেরকে স্বার্থবুদ্ধি ও আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত হয়ে নম্রতা, উদারতা, সৌহার্দ্য ও পরোপকারের গুণ অর্জন করে নিজেকে উদ্ভাসিত করার এবং সে অনুযায়ী তা আ'মল করার তৌফিক দান করুন। আমীন।

সাঈদুর রহমান
প্রথম প্রকাশ: ফেসবুক (২২ মার্চ ২০১২)
(সামান্য পরিবর্তিত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন