শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬

বসন্ত!

বসন্ত! বসন্তের আগমনে হৃদয়ে জাগে শিহরণ।
কিন্তু কোথায় সে বসন্ত?
একটি গানের কথা মনে পড়ে যায়-
কত বসন্ত, কত শ্রাবণ,
কত যে ... এসে যায় চলে,
আসে না সে ফিরে ...

আমার জীবনেও বুঝি আর বসন্ত আসবে না!

চারিদিকে শুনি তারুণ্যের জয়ধ্বনি। কবি নজরুলের কণ্ঠেও শুনেছি তারুণ্যের জয় গান। পৃথিবীর ইতিহাসেও তারুণ্যের জয় গান। নিজেকে তাই তরুণদের একজন ভাবতে ভাল লাগে। তবে, নিজেকে একজন বৃদ্ধ মনে হয় তখন, যখন মনে পড়ে যায় হাসান (রাঃ), হুসাইন (রাঃ), আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ), আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ), আব্দুল্লাহ ইবনে যুবায়র (রাঃ) দের বিজয় গাঁথা ইতিহাস । সে তো গেল না হয় নক্ষত্র যুগ”-এর কথা। কিন্তু তারেক ইবনে যিয়াদ, মুহাম্মদ ইবনে কাসিম, সুলতান সালাউদ্দিন, টিপু সুলতান এ নামগুলোর পাশেও তো আর যুক্ত হচ্ছে না নতুন কোন নাম।

তারুণ্যের সংখ্যাধিক্য। সে তো রাজা জর্জীর, রাজা দাহির-এর রাজ্যেও ছিল। আমাদেরও আছে। উঠে আসবে কি তাদের মাঝ থেকে একজন তারেক ইবনে যিয়াদ, মুহাম্মদ ইবনে কাসিম, সুলতান সালাউদ্দিন অথবা টিপু সুলতান?
সেই চির বসন্তের অপেক্ষায় .....।

সাঈদুর রহমান
প্রথম প্রকাশ: ফেসবুক (২০ ফেব্রুয়ারি ২০১৩)
(কিঞ্চিৎ পরিবর্তিত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন